সোনারগাঁয়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে কাদের সরকারকে সম্মাণনা প্রদাণ
সোনারগাঁ (নিউজ বন্দর ২৪) : সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত সিন্হা স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক কিউ কিউ এম এম কাদের সরকার এ বছরের সোনারগাঁও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে ভূষিত হয়েছেন বলে জানা গেছে। এ খুঁশির খবরে কাদের সরকারকে অত্র স্কুলের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও গভর্ণিং বডির সাথে সম্পৃক্ত সকলে কাদের সরকারকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল গণমাধ্যমের সাথে আলাপচারিতায় কাদের সরকার জানান, দীর্ঘ ২৪ বছর যাবৎ তিনি সুনামের সহিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় জড়িত রয়েছেন। মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন এবং উপজেলার মধ্যে সেরা স্কাউট শিক্ষক হতে পেরে তিনি গর্ব বোধ করছেন। এজন্য তিনি সম্পৃক্ত সকলকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সর্বস্তরের সকলের নিকট তিনি দোয়া প্রত্যাশা করেছেন।
You must log in to post a comment.