সোনারগাঁয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রাণনাশের হুমকি
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে স্থানীয় এলাকার কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকে মাদক ক্রয়-বিক্রয় কাজে বাধা প্রদান করায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে আজিজুল হক (৩০) কে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদকের সাথে সম্পৃক্তরা, এমন অভিযোগ উঠেছে। জীবনের নিরাপত্তা চেয়ে আজিজুল হক বাদী হয়ে ২৬/০৪/২০১৯ তারিখে জমির আলী মাস্টারের ছেলে কাজল (৩৮), নয়ন (৩৬), হুমায়ুন (৪২), আঃ সাত্তারের ছেলে সিয়াম (২৩), মোবারকের ছেলে শাহীন (২৪), লোকমানের ছেলে মোবারক (৪৫) সর্বসাং বেহাকৈর সহ আরও অজ্ঞাত ২/৩ জনকে বিবাদী করে সোনারগাঁও থানায় একটি জিডি করেছেন, যার নম্বর ১০৫৮। সাধারণ ডায়েরী (জিডি) ও ভূক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, বিবাদীরা উচ্ছৃঙ্খল, খারাপ প্রকৃতির লোক, তারা মাদকসেবী, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এবং তাদের অত্যাচারে এলাকার নিরিহ জনগণ অতীষ্ঠ। বিবাদীদের নিয়ে হুমায়ুন মাদক বিক্রি করে এলাকার যুবসমাজকে ধ্বংস করতে লিপ্ত থাকায় স্থানীয় এলাকার যুব সমাজকে সাথে নিয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ায় তারা বিভিন্ন সময় বাদীর সাথে জগড়া-বিবাদে জড়িয়ে মারধর সহ বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ও ক্ষয়ক্ষতির পায়তারা করে আসছে। ২৭/০৩/২০১৯ তারিখ সকালে ৩নং বিবাদী হুমায়ুন বেহাকৈর কলিয়াভিটা মোড়ে বাদীর চায়ের দোকানে এসে বাদীর ভাই ইউসুফ (২২) কে দেখে তাকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে উস্কানীমূলক কথাবার্তা বলতে থাকে। এ নিয়ে তর্কাতর্কি হয় এবং হুমায়ুন ই্উসুফকে মারধর করতে উদ্ধত হয়। হুমায়ুন ফোন করে ১ ও ২নং বিবাদীকে ডেকে আনে এবং তারা বিভিন্ন ক্ষতিসাধণের হুমকি প্রদান করে। কিছুদিন আগে মাদকসহ হুমায়ুনকে পুলিশ গ্রেফতার করলে তারা বাদীপক্ষকে সন্দেহ করে এবং বাদীপক্ষের কারণে মাদক ব্যবসা করতে পারছেনা বিধায় ২৪/০৪/২০১৯ তারিখে আনুমানিক বিকেল ৩টায় বেহাকৈর কলিয়াভিটা এলাকায় ১নং বিবাদীর সাথে আজিজুলের দেখা হলে সে জানায় যে, ৩নং বিবাদী হুমায়ুন জেল হাজত থেকে বের হলে আজিজুলদের পরিবারের সদস্যদের ক্ষতিসাধণ করা হবে। এ বিষয়ে আজিজুল প্রতিবাদ করলে কাজল তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাদের মাদক ব্যবসায়ে বাধা হয়ে দাড়ালে বাদীর ঘরে অথবা চায়ের দোকানে কৌশলে মাদক রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেবার হুমকি প্রদান করে। যার ফলে হয়রানী থেকে বাঁচতে ও প্রাণের নিরাপত্তা চেয়ে ২৬/০৪/২০১৯ তারিখে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন আজিজুল এবং ২৮ এপ্রিল ২০১৯ রোববার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করার কথা রয়েছে।
এদিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন সোনারগাঁও থানা পুলিশ।
You must log in to post a comment.