সোনারগাঁয়ে আম পাড়তে বাধা দেওয়ায় গাছ মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে গাছ থেকে আম পাড়তে বাধা দেওয়ায় রতন মিয়া নামের গাছ মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরিফ ও প্রান্ত নামের দুই বখাটের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বারকপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে অভিযান চালিয়ে বখাটে আরিফের মা আক্তার বানুকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বারকপুর গ্রামের চিহ্নিত বখাটে আরিফ ও প্রান্ত ‘রতন মিয়া নামের এক ব্যক্তির আম গাছে উঠে আম পাড়তে থাকে। এ সময় রতন মিয়া তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে রতন মিয়ার মাথায় আঘাত করে। এসময় এলাকাবাসী রতন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
You must log in to post a comment.