সোনারগাঁয়ের পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন ও পিরোজপুর ইউনিয়নের সকল মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। ভোটাররা এসময় অত্যন্ত সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে স্মার্ট কার্ড নিতে পেরে চেয়ারম্যান মাসুম, নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আগামী ২২ মে পর্যন্ত এ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
You must log in to post a comment.