সোনারগাঁয়ের কুতুবপুর সপ্রাবি’তে মেধাবৃত্তিসহ বিপুল অংকের শিক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওতাধীন ১১নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জুন ২০১৯ বুধবার সকাল ১১টায় প্রতিবছরের ন্যায় এবছরেও শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি সহ বিপুল অংকের বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন প্যানডেকার এনার্জি (এল) লিমিটেডের কর্তৃপক্ষ। এদিন সকল শ্রেণী মিলিয়ে মোট ২৫জন মেধাবী শিক্ষার্থীকে প্রতিজন ৩ হাজার ৫ শত টাকা করে মোট ৮৭ হাজার ৫ শত টাকার মেধাবৃত্তি, সকলকে স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষার উপকরণ এবং বিদ্যালয়কে ১টি কম্পিউটার ও ১টি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়দুল হক মাস্টারের সভাপতিত্বে, প্যানডেকার এনার্জি বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স এন্ড কমিউনিটি রিলেশন ম্যানেজার লিনা ফেরদৌসের সার্বিক পৃষ্ঠপোষকতায় ও অত্র স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা সুলতানার সার্বিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্যানডেকার এনার্জি বাংলাদেশের রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জয়নুদ্দিন বিন মোহায়াত, বিশেষ অতিথি হিসেবে কেএনপিএস এর প্ল্যান্ট ম্যানেজার কাজী শাহাদাত হোসাইন, প্যানডেকার এনার্জি বাংলাদেশের জিএইচআর, পিএ, আইটি’র সিনিয়র ম্যানেজার তুষার হেলাল, কেএনপিএস এর এইচএসসি ম্যানেজার মোতালিব হোসেন, সোনারগাঁও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা প্রিন্সেস হাফেজা জামাল হেলালী উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেন।
You must log in to post a comment.