সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে জেলা আ’লীগের পক্ষ থেকে শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো নেতা-কর্মীদের মাঝে ফিরে আসায় ২৯ মে ২০১৯ বুধবার সকালে জাতীয় সংসদের সন্নিকটে তার বাসভবনে তাকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভী, সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া ও আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সদস্য আব্দুল্লাহ আল কায়সার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রকাশ করেন।
You must log in to post a comment.