সিদ্ধিরগঞ্জের মৌচাকে বিক্রয় নিষিদ্ধ জিনসিন ও ভেজাল কেমিক্যালসহ আটক-৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঔষধ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ জিনসিন ও ভেজাল ঔষধ তৈরীর অপরাধে ৪ জনকে আটক করেছে র্যাব-১১। এসময় ১০ লাখ টাকা মূল্যের জিনসিন ঔষধ ও ভেজাল ঔষধের কেমিক্যাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ‘মেসার্স বিসমিল্লাহ ল্যাবরেটরি’ নামে ঔষধ কারখানায় এই অভিযান পরিচালনা করেন র্যাব-১১ এর সিনিয়র পরিচালক জসিম উদ্দিন ও মেজর নাজমুছ সাকিব। আর সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ সুপার মোঃ ইকবাল হোসেন।
জসিম উদ্দিন জানান, বিসমিল্লাহ ল্যাবরেটরিতে বিক্রয় নিষিদ্ধ জিনসিন ঔষধ তৈরী করা হয় এমন অভিযোগ ছিল। তবে কারখানাটি বাইরে দিয়ে তালা দিয়ে ভিতরে কাজ চালানো হতো। ফলে যখনই ভ্রাম্যমাণ আদালত অভিযানে যেতো তখনই তালাবদ্ধ দেখে ফিরে আসতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে একই ভাবে কারখানার ভেতরে কাজ করার সংবাদে অভিযান চালায় র্যাব। পরে কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযান শুরু করে। এসময় বিভিন্ন ঔষধ পরীক্ষা নিরীক্ষা করে জিনসিন ঔষধ ও ভেজাল জিনসিন তৈরীর কেমিক্যাল জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এ অপরাধে কারখানার মালিক রাসেল আহমেদ (৩১), এজিএম শেখ কামাল (৬৫), ম্যানেজার মিলন (২৩) ও স্টোর কিপার মোবারক হোসেন সবুজকে (২৭) আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You must log in to post a comment.