সমাজের অসঙ্গতি দূরীকরণে নাট্যকর্মীদের ভূমিকা অপরিসীম
স্টাফ রিপোর্টার( নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ নাট্যকর্মী জোটের আহবায়ক বাহাঊদ্দিন ভুলু বলেছেন,নাট্যকর্মীরা সমাজের আয়না। সমাজের অসঙ্গতি দূরীকরণে নাট্যকর্মীদের অবদান সবচেয়ে বেশি থাকে।
মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের অসুস্থ নাট্যাভিনেতা মিডিয়া ভিশন কালচারাল একাডেমির সদস্য খবির আহাম্মদকে তার বাস ভবনে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাহাঊদ্দিন ভুলু আরো বলেন,নাট্যকর্মীদের দুর্দিনে যারা পাশে থাকে তারাই সত্যিকারের মানুষ। অতএব নাট্যকর্মীরাই সমাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,নিউজ বন্দর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক শেখ আরিফুল ইসলাম,মিডিয়া মিডিয়া ভিশন কালচারাল একাডেমি’র পরিচালক নজরুল ইসলাম নয়ন,সদস্য খালিদ সাইফুল্লাহ ও সাইদুুর রহমান।
You must log in to post a comment.