রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রূপগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ই জুলাই সকাল ১০.০০টায় রূপগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামীলীগ-এর কেন্দ্রীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি উদ্বোধন করেন জেলা আওয়ামীগের সভাপতি জনাব আব্দুল হাই। এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী,(পাট ও বস্ত্র মন্ত্রাণালয়) গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, এমপি নারায়ণগঞ্জ-১ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভূইয়া। আনন্দমুখোর পরিবেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের নেত্রীবৃন্দ ও বিশিষ্টজনেরা এ সম্মেলনে যোগদেন।
You must log in to post a comment.