রাতের আধারে হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় অবৈধ গ্যাস সংযোগ
স্টাফ রিপোর্টারঃ
রাতের আধারে হাজীগঞ্জ এম সার্কাস মালেকের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ তথ্য সূূত্রে জানা গেছে গত ৫ জানুয়ারি হাজীগঞ্জ এম সার্কাস খন্দকার পাড়া আঃ মালেকের বাড়িতে গভির রাতে মহল্লার মানুষ সবাই ঘুমিয়ে পরলে স্থানীয় কন্টাক্টর মার্ডার মামলার আসামী সোয়াদ গ্যাং এর পিতা মিঠুর সহযোগিতায় সংযোগটি দেওয়া ।
এলাকাবাসী বলেন কন্টাক্টার মিঠুু রাতের আধারে মালেকের বাড়ি সহ একাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়।
প্রকৃতির নীলাভূমির দেশ বাংলাদেশ এ দেশে অসংখ্য স্রষ্ঠার নেয়ামত হিসাবে গ্যাস আমাদের উল্লেখ যোগ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকায় গ্যাস জ্বালানি থেকে শুরু করে এখন নানান কাজে ব্যবহত হচ্ছে আমাদের নিজ্বস সম্পদ। গ্যাস আমাদের রাষ্ট্রয়ী সম্পদ আর এই সম্পদ নষ্ট করছে কিছু অসাধু স্বার্থলোভী মানুষ যা দেশ ও জনগণের ভয়ংকর ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গরিব বান্ধব সরকার তিনি সারাদেশে চিরুনি অভিযান অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশে দেশের সম্পদ অবৈধভাবে ব্যাবহারকারীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবেন এলাকাবাসী মনে করেন।
You must log in to post a comment.