রাজস্ব প্রশাসনকে ভূমি সেবামুলক কাজে ঢেলে সাজানো হয়েছে —পিন্টু বেপারী
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বলেছেন,রাজস্ব প্রশাসনকে ভূমি সেবামুলক কাজে ঢেলে সাজানো হয়েছে। জনগন যাতে তার ন্যায্য ভূমির হিসাব পায় সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন।
১৪মে মঙ্গলবার বেলা ১১টায় বন্দর উপজেলা ভূমি অফিসে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানকে বরন ও সহকারী ভূমি কমিশনার রুমানা আক্তারকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মো: মামুন হোসেন,মদনগঞ্জ তহসিলদার দুলাল চন্দ্র দেব নাথ,বন্দর তহসিলদার মো: আরিফ,কুড়িপারা তহসিলদার আব্দুল করিম,মদনপুর তহসিলদার হুমায়ুন কবির প্রমূখ।
You must log in to post a comment.