রমজানের শিক্ষা থেকেই প্রকৃত দিক্ষা অর্জণ করতে হবে—সাগর
বন্দরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হযেছে। শুক্রবার ১৭মে মদনগঞ্জ ফাঁড়ী জামে মসজিদে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।
দোয়া পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মোহাম্মদ সাগর বলেন, রমজান মাস অতি মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসে পবিত্র লাইলাতুল ক্বদর রাতে কুরআন নাযিল হয়েছে। তাই এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। কুরআন নাযিলের কারণে রাত ও মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই কুরআনের বিধান মেনে চললে আল্লাহর কাছে মানুষের মর্যাদা বেড়ে যায়। রোজাদারদের পুরষ্কার আল্লাহ তায়ালা নিজ হাতে দেবেন। তাই সঠিকভাবে রমজানের নিয়ম বিধি মেনে চলা উচিত। রমজানের শিক্ষা থেকেই প্রকৃত দিক্ষা অর্জণ করতে হবে। এ থেকেই জীবন পরিচালনা করাও মুমিন জীবনের মূল লক্ষ্য।
তিনি আরো বলেন,মদনগঞ্জ ফাড়ীঁ কর্তৃক আয়োজিত এ ইফতার মাহফিলে আয়োজকদের সাধুবাদ জানাই। পাশাপাশি মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের সকল সদস্যকে অনুরোধ করব যাতে তারা পেশাদারিত্বের সহিত তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকে। এ রমজান মাসে যেন কোন সাধারন মানুষ হয়রানীর শিকার না হয়। তবে মদনগঞ্জ ফাঁড়ীর ইনচার্জ তরিকুল আলম জুয়েলের বদৌলতে মদনগঞ্জ এলাকায় শান্তি-শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে।
মদনগঞ্জ ফাঁড়ীর ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন মাতবর,সহসভাপতি খোকন মুন্সি,সাধারন সম্পাদক হাসানুজ্জামান মিঠু,মানিক মাহমুদ,মো: সোহেলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
You must log in to post a comment.