যেখানে মসজিদ নির্মাণ হয় সেখানে আল্লাহর রহমত নাযিল হয়–রাব্বি মিয়া
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া বলেছেন,আমাদের মধ্য থেকে শিষ্টাচার হারিয়ে গেছে। এই শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে। মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ,আল্লাহর পর নবীজী,নবীজীর পর মা-বাবা এর চেয়ে বড় পীর আউলিয়া পৃথিবীতে কেউ নেই। এরচেয়ে বড় নেতা আর কেউ নেই। সুতরাং আমরা সবাই যাতে বাবা-মায়ের সেবা করতে পারি সেই তওফিক যেন আল্লাহ আমাদের দান করেন।
শুক্রবার সকাল ১১টায় জেলার বন্দর উপজেলাধীন মুসাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাব্বী মিয়া আরো বলেন,মসজিদ আল্লাহর ঘর যে স্থানে মসজিদ নির্মাণ হয় সেই স্থানে আল্লাহর রহমত নাযিল হয়। অন্যায় অপরাধ হ্রৃাস পায়। জাতীয় শ্রমিকলীগের সভাপতি তথা নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদ এর মোতওয়াল্লী আলহাজ্ব শুক্কুর মাহমুদের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি হাজী কাজীম উদ্দিন প্রধাণ,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাকসুদ হোসেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী শফিউদ্দিন আহম্মেদ,নারী নেত্রী হাসিনা আক্তার সিমু,নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ,অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ)’র সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন পাঠানসহ অন্যান্য ব্যাক্তিববর্গ। পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
You must log in to post a comment.