মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে এক মুদী মনোহারী দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ব্রাক্ষ্মনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, উপজেলার মাছিমপুরের ব্রাক্ষনগাও এলাকায় দীর্ঘ দিন যাবৎ মুদী মনোহরী দোকানীরা মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ অনুচ্ছেদের ৫১ ধারায় মুদি দোকানী আলামিন মিয়াকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে সাত দিনের কারাদন্ড প্রদান করেন। আলামিন মিয়া ব্রাক্ষ্মনগাঁও এলাকার খোরশেদ মিয়ার ছেলে ।
You must log in to post a comment.