মদনপুরে মা হসপিটালে ডাঃ রাজ দত্তের জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : ১৪ জুন ২০১৯ শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলাধীন মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একতা সুপার মাকের্টে প্রতিষ্ঠিত মা হসপিটালস্ এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কেক কেটে অত্র হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাজ দত্তের জন্মদিন পালন করা হয়েছে।
এ সময় অত্র হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমিন, যুবলীগ নেতা মিন্টু, অত্র হসপিটালের ম্যানেজার মাহাবুব মল্লিক, হিসাব রক্ষক সুমন খাঁন, এক্সরে টেকনিশিয়ান আবু বক্কর সিদ্দিক, ফার্মেসী বিভাগে কর্মরত রাজীব, এম্বুলেন্স চালক শাহালম উপস্থিত থেকে কেক কেটে ডাঃ রাজ দত্তের জন্মদিন উদযাপন করেন।
You must log in to post a comment.