ভোট কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ বলেছেন,অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন চলছে। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একটু কম হলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে।
মঙ্গলবার ১৮জুন দুপুরে বন্দর উপজেলা নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শণকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন,তবে প্রথম প্রহরে ভোটারদের ব্যস্ততার কারনে হয়ত তাদের দেখা না মিললেও পর্যায়ক্রমে ভোটাররা নির্বিঘেœ ভোট দিবে বলে আশা করা যায়। কোন বহিরাগতদের উপস্থিতি নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তাদের দায়িত্ব পালণ করছে।
সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত থাকে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম,বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী,সহকারী কমিশনার(ভূমি) রোমানা আক্তার,বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
You must log in to post a comment.