ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রুমানা আক্তার, উপজেলা কানুনগো মো.মামুন, সার্ভেয়ার নুরে আলম, বন্দর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আরিফুর রহমান, মুছাপুর ইউনিয়ন ভূমি কর্তকর্তা মো.সায়েদ হোসেন, কুড়িপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আ.করিম, মদনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবির, মদনগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমিনুর সিদ্দিকী, উপজেলা ভূমি অফিস সহকারি মো.আনিসুর রহমান, নাজির মো.আতাউর রহমান, পুলিশ কর্মকর্তা শাহাজাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি র্যারি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে বন্দর উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়।
You must log in to post a comment.