বিশিষ্ট শিশু সংগঠক নুরুন নাহার ইসলাম এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদের শোক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বিশিষ্ট শিশু সংগঠক নুরুন নাহার ইসলাম প্রয়াত হয়েছেন। তিনি বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি মহিলা পরিষদ গঠনের প্রথম দিকের সংগঠক ছিলেন।
সংগঠনের বিস্তার ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। শিশু ও সাংস্কৃতিক অংগনেও তিনি বিশেষ অবদান রেখেছেন। তাঁর ছেলে-মেয়েদের কেও সেভাবেই গড়ে তুলেছেন। তাঁর বড় মেয়ে শিরিন জাহান (প্রয়াত) জেলা মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছিলেন এবং আরেক মেয়ে নাসরিন ইসলাম বিউটি জেলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই সাহসী, হাস্যজ্জোল নেত্রীর মৃত্যুতে জেলা কমিটির পক্ষে সভাপতি লক্ষী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এড্ হাসিনা পারভীন গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন, যাতে তারা এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন।
You must log in to post a comment.