বিএনপি এলে নির্বাচনটা আরও ভালো হতো : ভোট দিয়ে আতিকুল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি অংশ নিলে ভালো হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২ নম্বর কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মস্তব্য করেন। এসময় তার স্ত্রী ও কন্যা সঙ্গে ছিলেন।
বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচন কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে আরেকটা দল থাকলে এ নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো। যদি তারা আসতো তাহলে নির্বাচনটা আরও ভাল হতো।’
You must log in to post a comment.