বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির জরুরী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ বুধবার বিকেল ৫টায় বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির জরুরী সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে সভায় অংশ নেন একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সহ-সভাপতি মোঃ ওবায়েদউল্লাহ,এ্যাড: মাহমুদা আক্তার,যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন,সাইফুল্লাহ মাহমুদ টিটু,কার্যকরি সদস্য আ.ক.ম. নূরুল আমিন,আবু জাফর জিপু,মিতু মোর্শেদ,ফজলুল করিম,মোঃ সেলিম,রইস মুকুল,শাহী ইফাত জাহান মায়া,রোকসানা রহমান সামিয়া ও শেখ তাফসির।
সভায় সর্বসম্মতিক্রমে শিল্পকলা একাডেমি’র সদস্য যাচাই বাছাই সংক্রান্তে ৩সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটি আগামী ৭ জুলাই বিআরডিবি’র অফিস কার্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া অভিষেক অনুষ্ঠানসহ একাডেমি’র সার্বিক বিষয়ে বিশদ আলোচনা হয়।
You must log in to post a comment.