বন্দর উপজেলা নির্বাচন শীর্ষক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিফ্রিং
নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ,আনসার ভিডিপি, সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষা ও করণীয় শীর্ষক রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭জুন সকালে হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ বিফ্রিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।
প্রধাণ অতিথির বক্তব্যে তিনি বলেন,রাত পোহালেই বন্দর উপজেলা নির্বাচন। এ নির্বাচনে আমাদের সজাগ থাকতে হবে। বিগত দিনের নির্বাচনে আমরা যে ট্রাজেডির সম্মূখীণ হয়েছি আগামী দিনের নির্বাচনে আমরা এ ট্রাজেডির পূণরাবৃত্তি হোক তা আমরা চাইনা। এ নির্বাচন ইভিএম মেশিনের মাধ্যমে পরিচালিত হবে। মনিটরিং করা হচ্ছে। ক্যাম্পে সর্বাক্ষনিক নিরাপত্তা নিশ্চিৎ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে যার যার দায়িত্বে অবিচল থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিসবি) মোহাম্মদ নুরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সুবাশ চন্দ্র সাহা, সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ আফসার উদ্দিন খাঁন, সহকারী পুলিশ সুপার ( ট্রাফিক) নারায়ণগঞ্জ সালেহ উদ্দিন আহমেদ,সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী,অফিসার ইনচার্জ বন্দর থানা রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।
You must log in to post a comment.