বন্দরে সেলসারদী সপ্রাবি’র সহকারী শিক্ষক রাশেদ আর নেই
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে কলাগাছিয়া ইউনিয়নস্থ ৩৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদ(৩৪) আর নেই। ইন্নালিল্লাহে—————–রাজিউন। শনিবার(১৩মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী,১ছেলেসহ বিভিন্ন আতিœয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুমের নামাজের জানাজা শনিবার বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নস্থ ২৮নং আদমপুর ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে আদমপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে অংশ নেন বন্দর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিপ্লব,মহানগর জাতীয়পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,বন্দর থানা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু,সহসভাপতি নুর জাহিদ বাদল,যুগ্ম সম্পাদক শেখ কামাল,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সিপন প্রধাণ,কলাগাছিয়া ইউনিয়ণ আ’লীগের যুগ্ম সম্পাদক তথা বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী আক্তার হোসেন,মদনগঞ্জ মডেল সপ্রাবি’র প্রধাণ শিক্ষক আজিবুর রহমান,৯নং কলোনী সপ্রাবি’র প্রধাণ শিক্ষক আব্দুল হালিম,৫২নং সপ্রাবি’র প্রধাণ শিক্ষক মতিউর রহমান,হাজীপুর সপ্রাবি’র সহকারী শিক্ষক মামুন সরকার,জাপানেতা উকিল উদ্দিন,কেরামতিয়া সপ্রাবি’র প্রধাণ শিক্ষক আনিছুর রহমান,আমিরাবাদ সপ্রাবি’র প্রধাণ শিক্ষক আলআমিনসহ সকল শ্রেনীপেশার ব্যাক্তিবর্গ।
You must log in to post a comment.