বন্দরে সালিমা হোসেন শান্তার ফুটবল প্রতীকে গনসংযোগ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালিমা হোসেন শান্তা ফুটবল প্রতিকে গনসংযোগ করেছেন। শুক্রবার সকাল ১০টায় তিনি মুকফুলদী,নয়ানগর,জিওধরা,মাধপপাশাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা পরিবর্তনের পক্ষে। আপনারা যোগ্য প্রার্থী নির্ধারন করতে ভূল করবেন না। বিগত সময়ের ভূলগুলি শুধরে আমরা বন্দর উপজেলাবাসীকে মাদক,ইভটিজিং,চাদাবাজ মুক্ত উপজেলা উপহার দিতে চাই। একটি আধুনিক উপজেলা উপহার দিতে ফুবল মার্কার বিকল্প নাই।
You must log in to post a comment.