বন্দরে মালিবাগ উত্তরপাড়া লায়ন ক্লাবের শুভ উদ্বোধণ
স্টাফ রিপোর্টার (নিউজ বন্দর ২৪) : ‘আমরা সবাই ভাই ভাই, মাদকমুক্ত সমাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে কেক ও ফিতা কেটে বেলুন উড়িয়ে বন্দর উপজেলার মুছাপুর ইউপি’র ২নং ওয়ার্ডে ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার বিকেলে ‘মালিবাগ উত্তরপাড়া লায়ন ক্লাব’র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সমাজসেবক রিয়াজুল হক রিয়াজের সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর শওকত আকবর, আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, ইকবাল হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, আজিজ মাতবর ও যুবলীগ নেতা জসীম উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন, ‘মাদকের ছোবলে যুবসমাজ আজ ধ্বংসের পথে। একটি পরিবারকে ধ্বংস করে দেয়ার জন্য একজন মাদক সেবীই যথেষ্ট। আপনারা সাথে থাকুন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। সরকার ও জনপ্রতিনিধিরা মাদক নির্মূলে কাজ করছে। তার পাশাপাশি সকলের সচেতনতা ও সহায়তাও প্রয়োজন। এ ধরণের ক্লাব যুবসমাজকে একত্রিত করে মাদক প্রতিরোধে ভূমিকা রাখতে পারবে এবং সামাজিক উন্নয়ন করতে সহায়তা করতে পারবে বলে আমার বিশ্বাস। ভাল কাজে আমার পক্ষ থেকে সার্বিক সহায়তা থাকবে। সর্বোপরি আমি এই সংগঠনের পাশে আছি’। পরে প্রধান অতিথি আগন্তক সকল অতিথি ও ক্লাবের সদস্যদের নিয়ে কেক ও ফিতা কেটে, শুভকামনায় দোয়া এবং বেলুন উড়িয়ে উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন করেন। এসময় ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম, আলী, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মোফাচ্ছেল, লিয়াকত হোসেন, মাহাবুল ইসলাম, সাইদুল ইসলাম, আসাদুল ইসলাম, ইসমাঈল, আশিক, মিজান, রনি, ফয়সাল, রুবেল, বুলবুল আহম্মেদ, মোসলেহ উদ্দিন, ইউনুছ, ফরিদ হোসেন-১, ফরিদ হোসেন-২, ফারুক, আলম, হোসেন, জাব্বার, আজিজুল, মাহাবুল হোসেন-২, আল আমিন-২, আবু সালেহ, সাইফুল ইসলাম, শুভ, মোজাম্মেল, হাসান, মোস্তফা, আমিনুল, শামীম, সাইদুল-২, নূরা ও মামুন সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
You must log in to post a comment.