বন্দরে মানসিক ভারসাম্যহীণ বৃদ্ধার লাশ উদ্ধার
বন্দর (নিউজ বন্দর ২৪) : বন্দরে ৩ সন্তানের জনক বুলবুল (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীণ বৃদ্ধার নগ্ন মরদেহ উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ চরধলেরশ্বরী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানসিক ভারসাম্যহীণ বৃদ্ধা বুলবুল শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে।
জানাগেছে,বন্দর কলাগাছিয়া ইউনিয়নস্থ চরধলেরশ্বরী গ্রামের কৃষকরা বেলা সাড়ে ১১টায় জমিতে কাজ করার সময় চরধলেরশ্বরী বড় পুকুরে দক্ষিণ পাশে এক বৃদ্ধার মৃতদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ীর ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েলসহ সঙ্গীয় ফোর্স লাশ দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত বৃদ্ধার স্ত্রী নাসিমা বেগম সুত্রে জানা গেছে,নিহত বলবুল মিয়া গত সোমবার দুপুরে পশ্চিম দেওভোগ এলাকা থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীণ হয়ে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এলাকাবাসীর সংবাদের সুত্রধরে নিহতের স্ত্রী ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন।
You must log in to post a comment.