বন্দরে ভাতিজাদের প্রহারে চাচা আহত,থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা রোমান(৪৫) ও সোলেমান(৩৫)কে পিটিয়েছে ভাতিজা মোহাম্মদ উল্লাহ ও কলিম উল্লাহগং। রবিবার ১৪জুলাই সকালে মদনগঞ্জ এমএম ঘোষাল রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত রোমান মিয়া বাদী হয়ে ৩জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে,রবিবার ১৬জুলাই সকালে মদনগঞ্জ এমএম ঘোষাল রোডস্থ নিজ বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা মৃত আঃ আলী দেওয়ানের ছেলে রোমান দেওয়ানের সঙ্গে আপন ভাতিজা মৃত শাহাদাত হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহর সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ৩ ভাতিজা মোঃ উল্লাহ,কলিম উল্লাহ ও হাবিব উল্লাহ উত্তেজিত হয়ে আপন চাচা রোমান,সোলেমানকে অকথ্য ভাষায় গালমন্দ করে ও লাঠিসোটা নিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আলাউদ্দিন দেওয়ানের ছেলে ডেনি মিয়া প্রতিবাদ করলে তাকেও বেদম প্রহার করে। আহতদের চিৎকারে আশপাশের লোক এসে তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে।
You must log in to post a comment.