বন্দরে বিষাক্ত সাপের দংশনে সেনিটেশন মিস্ত্রির মৃত্যু
বন্দর (নিউজ বন্দর ২৪) :বন্দরে বিষাক্ত সাপের দংশনে সেনিটেশন মিস্ত্রি জামাল মিয়া (৫০) এর করুন মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় বন্দর উপজেলার বুরুন্দী বিলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় সেনেটারী মিস্ত্রি জামাল মিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জামাল মিয়া বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত মরন আলী বেপারী ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিবীকার তাগিদে সেনিটেশন মিস্ত্রি জামাল মিয়া বুরুন্দী এলাকার একটি বিলে কাজে আসে। ওই সময় বিলের মধ্যে বিষাক্ত কিং কোবরা ও গুইসাপের মধ্যে ঝগড়া দৃশ্য তার নজরে পরে।
সে ঢিল ছুড়ে ২ সাপের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত হয়। পরে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় জামাল মিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
You must log in to post a comment.