বন্দরে বিএনপি নেতা ফরিদের পিতার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪)) : বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ হোসেনের পিতা সাহাবুদ্দিন মুুন্সি(৮৬)আর নেই। গত রোববার সকাল ৯টায় বন্দরের আদমপুরস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে—————————রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্র্রী,৫মেয়ে ২ ছেলে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর আদমপুুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বিদায় জানাতে ছুুটে যান নারায়ণগঞ্জ জেলা আাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবুু সুফিয়ান,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,মহানগর বিএনপির সহ-সভাপতি,এড.শাখাওয়াত হোসেন,মহানগর জাাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানুু,বন্দর থানা বিএনপি’র সভাপতি নুরউদ্দিন আহাম্মদ,বিএনপি নেতা গোলাম মোস্তফা সাগর,মহানগর যুবদলের যুুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বিএ),এড.আকবর হোসেন,জিয়াউদ্দিন মেম্বার,জাপানেতা মোঃ অখিলউদ্দিন,মোঃ শাহজাহান,মোঃ সাহাবুদ্দিন,আবুুল বাশারসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
You must log in to post a comment.