বন্দরে বাগবাড়িতে ১০টাকা ধরে চাল বিতরন শুরু
স্টাফ রিপোর্টার( নিউজ বন্দর ২৪) : শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে বন্দরে ১০টাকা কেজি দরে চাল বিতরন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ৮ সোমবার থেকে প্রতি কার্ডধারী ব্যাক্তিকে ৩০ কেজি করে চাল দেয়া শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই কার্যক্রম ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ( বন্দর ইউনিয়ন) মোঃ রমজান আলীর মাধ্যমে সকাল ৯টা থেকে ১০টাকা ধরে ৩০ কেজি করে চাল বিতরন কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ,স্থানীয় সমাজ সেবক আহম্মেদ আলী বেপারী,হাবিবুর রহমান মৃধা,রাজা মিয়া, তোবারক মিয়া,দ্বীন ইসলাম,ফিকির মিয়া,শাহালম মিয়া,শাওন,সাব্বির মৃধা,সাকিব মৃধাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
You must log in to post a comment.