বন্দরে পূর্বশত্রুতার জের ধরে গার্মেন্টসকর্মী আলাউদ্দিনকে পিটিয়েছে জুট সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে পূর্বশত্রুতার জের ধরে গার্মেন্টস্কর্মী আলাউদ্দিন(২৬)কে পিটিয়েছে উশৃঙ্খল জুট ব্যবসায়ী জাহাঙ্গীর-জনি ও তার সাঙ্গপাঙ্গরা। শুক্রবার সকালে শাহীমসজিদ এলাকায় এ ঘটনাটি।
এ ব্যাপারে আহত গার্মেন্টকর্মী আলাউদ্দিন বাদী হয়ে ৬/৭জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে,গতকাল বৃহস্পতিবার ২৫এপ্রিল রাতে দেউলী বটতলা এলাকায় একদল উশৃঙ্খল যুবকদের মধ্যে গামেন্টকর্মী আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেউলী এলাকার মিছির আলীর ছেলে জুট ব্যবসায়ী জাহাঙ্গীরের নেতৃত্বে মোসারফ হোসেনের ছেলে জনি তার ভাই সানি ও ফরিদের ছেলে মিঠুসহ অজ্ঞাত আরো ৪/৫জনের একটি সংঘবদ্ধদল পূর্ব পরিকল্পনানুযায়ী আলাউদ্দিনকে কুপিয়ে রক্ষাক্ত জখম করে। আহতদের আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতাবস্থায় আলাউদ্দিনকে উদ্ধ:ার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।
You must log in to post a comment.