বন্দরে নামায পড়ার কথা বলে বাড়ী ফিরেনি এক বৃদ্ধ
স্টাফ রিপোর্টারঃ বন্দরে ফজরের নামায পড়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে ব্যবসায়ী আল আমিনের পিতা হাবিব উল্লাহ(৭০) নিখোঁজ হয়েছে। মঙ্গলবার ২৫জুন ভোরে বন্দর কলাবাগস্থ নিজ বাড়ী থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে সে নিখোজ হয়।
এ ব্যাপারে নিখোঁজ বৃদ্ধ’র ছেলে আলআমিন বুধবার দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার নং ৯৬১।
নিখোঁজ ব্যাক্তির পরিবার সুত্রে জানা যায়,গত মঙ্গলবার ২৫জুন ভোরে হাবিব উল্লাহ নামে এক বৃদ্ধ বন্দর কলাবাগ নিজ বাড়ী থেকে নামাজের কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজেও তার কোন সন্ধান পায়নি। তাই নিখোঁজ হাবিব উল্লাহর ছেলে আলআমিন বুধবার দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।
You must log in to post a comment.