বন্দরে ট্রাকের চাপায় নিহতের ঘটনায় চালক আটক
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) :রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপা পড়ে মাজেদা বেগম (৫৫) নামে এক মহিলা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নিহতের ছেলে সিএনজি চালক আব্দুল হালিম মিয়া বাদী হয়ে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা দায়ের করে। যার মামলা নং- ৮(৭)১৯ ।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার সাদিপুর নোয়াকান্দি গ্রামের মোসলেম মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৫৫) গত মঙ্গলবার বিকেলে মদনপুর মা হাসপাতাল থেকে বাড়ি যাাওয়ার পথে বন্দরের এশিয়ান হাইওয়ে ঢাকা-প্রভাকরদী সড়কে কুমিল্লা গামী ঢাকা মেট্রো ট ১৬-৭০১৩ নাম্বারের একটি ট্রাক বৃদ্ধা মহিলা মাজেদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম মাজেদা বেগম। তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর নোয়াকান্দি গ্রামের মোসলেম মিয়ার স্ত্রী। ওই সময়ং কাচঁপুর হাইওয়ে পুলিশ জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মেরুর চর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ট্রাকসহ চালক হাসেম উদ্দিনকে আটক করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলে পুলিশ আটকৃত ট্রাক চালককে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে ।
You must log in to post a comment.