বন্দরে চুলাই মদ ও ইয়াবাসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার (নিউজ বন্দর ২৪) : বন্দরে ৪ লিটার চুলাই মদ ও ১২পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় নবীগঞ্জ গার্লস স্কুলের সামনে ও রাতে চৌরাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬০(৪)১৯ ও ৬১(৯)১৯।
থানা সূত্রে জানা গেছে, ধৃত ফরাজিকান্দা এলাকার মৃত খোকন মিয়ার ছেলে রিয়াদ (২৪) একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে সাব্বির (২৩) মোস্তফা মিয়ার ছেলে আলামিন (১৯) ও নাসির মিয়ার ছেলে আসিফ (২০) এর কাছ থেকে ৪ লিটার চুলাই মদ উদ্ধার করা হয়।
অপরদিকে চৌড়াপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে টুটুল (৪০) কাছ থেকে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
You must log in to post a comment.