বন্দরে গার্মেন্টকর্মী সাকিবকে পিটিয়ে কব্জী ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে ফোন করার কথা বলে ডেকে নিয়ে সাকিব(২২) নামে এক গার্মেন্টস্ কর্মীকে পিটিয়ে ডান হাতের কব্জী ভেঙ্গে দিয়ে উশৃঙ্খল মেরাজ,মানিক বাহিনী। রবিবার ২৩জুন রাতে সেনাকান্দা পানিরটাংকী মাঠে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে বন্দর থানায় আহত সাকিবের পিতা মনা মিয়া বাদী হয়ে মেরাজ ও মানিককে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে,বন্দর শাহী মসজিদ ঠাকুরবাড়ী এলাকার মনা মিয়ার ছেলে গার্মেন্টস্ কর্মী সাকিব প্রতিদিনের মত কাজকর্ম শেষে সোনাকান্দা টু হাজীপুর রাস্তা দিয়ে বাড়ী ফিরছিল। বাড়ী ফেরার পথে সোনারকান্দা পানির টাংকী গলি দিয়ে আসার সময় এনায়েতনগর এলাকার টুক্কু বাবুর ছেলে বখাটে উশৃঙ্খল মেরাজ ও মানিক মিয়ার ছেলে ইয়াবা সেবী সজিব তাকে পথ রোধ করে মাঠের ভিতরে নিয়ে যায়। পরে সাকিবের মোবাইল দিয়ে জরুরী একটা ফোন করবে বলে নির্জণ স্থানে নিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার হাতের কব্জি ভেঙ্গে দেয়। সাকিব চিৎকার করলে হামলাকারীরা জোড়পূর্বক তার পকেটে থাকা নগদ টাকা ও একটা স্যমসাং মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজনের সহায়তায় আহতবস্থায় সাবিককে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
You must log in to post a comment.