বন্দরে এতিম ছাত্রদের নিয়ে ইফতার করল ছাত্রলীগনেতা খান মাসুদ
স্টাফ রিপোর্টার (নিউজ বন্দর ২৪) : বন্দরে আলহাজ্ব কারী শফি হাফেজিয়া মাদ্রসার উদ্যোগে এতিম সুবিধা বঞ্চিত ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫মে হাজ্রাদী চানপুর আলহাজ্ব কারী শফি হাফেজিয়া মাদ্রসায় এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের স্ংাগঠনিক সম্পাদক খান মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, আজকের ইফতার শুধু মাত্র এতিমদের সম্মানে আয়োজন করা হয়েছে। বাবা-মা হারা এসব শিশুদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন,এতিমদের মাথায় হাত বুলালে আল্লাহ তার মঙ্গলের জন্য হাত বুলায়। ভবিষ্যতেও এতিমদের কল্যাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে।
আলহাজ্ব মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল কাদরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগনেতা শেখ মমিন,মোঃ মাসুম,নুরবাগ যুব সংগঠনের সাধারন সম্পাদক রাজু আহমেদ,সানি খান,মোঃ হোসেন,রতন মিয়া,মাকসুদ,পারভেজ মিয়া,নুরুজ্জামান,মোকলেছ,রাজিব প্রমূখ।
You must log in to post a comment.