বন্দরে ইয়াবা ও মদসহ গ্রেফতার-৪
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : নারায়ণগঞ্জ বন্দরে ১’শ ২০পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ লিটার চুলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১। গত রোববার ৩০জুন রাতে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত নাজিমউদ্দীন মিয়ার ছেলে মোঃ আল মামুন,বাবুপাড়া এলাকার মৃত কালু মুন্সির ছেলে পারভেজ হোসেন,ছালেহনগর এলাকার এবাদুল মিয়ার ছেলে পায়েল ও হাফেজীবাগ এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মোঃ সবুজ।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩ টি মামলা রুজু করা হয়েছে। যার নং – ৬৬(৬)১৯ইং, ৬৭(০৬)১৯ইং ও ১(৭)১৯ইং।
জানা গেছে,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এসআই শহিদুজ্জামানের নেতৃত্বে থানার হাফেজীবাগ এলাকা হতে সবুজকে ২০পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই রাতে ঘারমোড়া এলাকা হতে ১’শ পিছ ইয়াবাসহ আলমামুনকে গ্রেফতার করে র্যাব-১১ এর টিম। অপরাপর অভিযানে এএসআই আশরাফুলের নেতৃত্বে থানার স্কুল ঘাট এলাকা হতে ৩লিটার চুলাই মদসহ পারভেজ ও পায়েলকে গ্রেফতার করা হয়।
ধৃতদের সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
You must log in to post a comment.