বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার-২
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) :ধামগড় ফাঁড়ি পুলিশ ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতিস্থ মা বাবা রাইস মিলের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি এটিএসআই বিজয় সূত্রধর বাদী হয়ে বন্দর থানায় মাদদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-৭(৭)১৯।
ধৃতরা হলো কুড়িপাড়া এলাকার মৃত ছাইয়েদুল ইসলামের ছেলে ফয়সাল (২৮) ও ঢাকা খিলগাও থানার মেড়াদিয়া এলাকার হায়দার আলী মিয়ার ছেলে ফয়সাল (২৫)। ধৃতদের বুধবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
You must log in to post a comment.