বন্দরে আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি গঠন: মোজাম্মেল সভাপতি ও লুৎফর সম্পাদক
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : বন্দরে আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি উপলক্ষে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীকে ফুলেল অভ্যর্থনা প্রদান করেছে নেতৃবৃন্দরা। মঙ্গলবার সকাল ১০টায় ফরাজিকান্দাস্থ উপজেলা পরিষদের ইউএনও পিন্টু বেপারীর অফিস কক্ষে গিয়ে নয়া কমিটির কর্মকর্তারা এ অভ্যর্থনা জানান।
অভ্যর্থনাকালে পিন্টু বেপারী নবগঠিত কমিটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,আপনারা সমাজের গন্যমান্য ব্যাক্তি। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের। তবে মনে রাখবেন কোন বিতর্কীত লোক কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যাক্তিদের কমিটিতে রাখবেন না। একমাত্র জনসচেতনতাই পারে সমাজে শান্তি বজায় রাখতে। যে কোন ভাল কাজের অংশিদার হয়ে আপনাদের পাশে আমি থাকব।
আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির নবগঠিত কমিটিতে হাজী মোহাম্মদ মোজাম্মেল হককে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমানকে সাধারন সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এতে কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন মোতওয়াল্লী হিসেবে হাজী মোহাম্মদ হোসেন ভূইয়া,প্রধাণ উপদেষ্টা খান মাসুদ,চান মিয়া,সিনিয়র সহ সভাপতি হিসেবে আশরাফ উদ্দিন আশু,মোঃ ইব্রাহিম সরকার,সহসভাপতি আলফাজ আলী,ইউসুফ আলী,ইঞ্জিনিয়ার শাহীন,ফরিদ হোসেন,সারোয়ার হোসেন,কবির হোসেন,আবু মুছা,শাহ জাহান,শামীম ভূইয়া,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুর অর রশিদ,যুগ্ম সাধারন সম্পাদক শাহ জালাল খান কাজল,সাংগঠনিক সম্পাদক গোলাম মোঃ মিলটন,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম,সহকোষাধ্যক্ষ আফজাল হোসেন,ধর্ম বিয়ষয়ক সম্পাদক আব্দুল হক মিলন,দপ্তর সম্পাদক আমির হোসেন,প্রচার সম্পাদক নুর মোহাম্মদ নুরু,অডিট সম্পাদক আলমগীর হোসেন,সহকারঅ অডিট সম্পাদক আনিছুজ্জামান অহিন,কার্য্যকরি সদস্য মোক্তার হোসেন,এসটি আলমগড়ীর,সাত্তার মিয়া,আলী আজগর,রুবেল হোসেন প্রধাণ,মোক্তার হোসেন,নুর আলম জাহাঙ্গীর,মোঃ হিরন মিয়া,হান্নান খান প্রমূখ।
পরে কমিটির কর্মকর্তারা বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকেও ফুলেল অভ্যর্থনা জানান।
You must log in to post a comment.