ফতুল্লায় ২০ গ্রাম হেরোইন ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
ফতুল্লা প্রতিনিধি :ফতুল্লায় ২০ গ্রাম হেরোইন ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । ২০ আগষ্ট মঙ্গলবার দেলপাড়া ও নন্দলালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, দেলপাড়া টাওয়ার পাড় এলাকার মৃত কাশেম মোল্লার ছেলে আনিসুর রহমান মোল্লা (৩৫), একই এলাকার রাইজ উদ্দিন মিয়ার ছেলে মো: রাজিব (২৫), ও নন্দলালপুর এলাকার বাবুল মিয়ার ছেলে নাদিম (২৮)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান জানান, আমি ও সহকারী উপ-পরিদর্শক তারেক আজিজ ২০ আগষ্ট মঙ্গলবার দিনগত রাত ১ টায় দেলপাড়া এলাকায় মাদকের অভিযান চালাই। এসময় তাকওয়া ভ্যারাটিজ সেন্টারের সামনে থেকে চিহ্নত মাদক ব্যবসায়ী আনিসুর রহমান মোল্লা কাছ থেকে ১৫ গ্রাম ও রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। একই দিন বিকালে নন্দলালপুর এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ নাদিমকে গ্রেপ্তার করি। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
You must log in to post a comment.