প্রেমের টানে ভাগিনার হাত ধরে মামীর পলায়ন
ফতুল্লায় প্রেমের টানে ভাগিনা শাহীণ(১৮) এর হাত ধরে মামীর অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলার বক্তাবলীর চর রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে প্রবাসী শাহাদাতের স্বজনরা ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়,বক্তাবলীর চর রাধানগর গ্রামের রফিক মিয়ার ছেলে শাহাদাতের সাথে বিয়ে হয় আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের চাঁদনীর সাথে। বিয়ের কয়েক মাস পর শাহাদাত সিংঙ্গাপুর চলে যায় জীবন জীবিকার চাহিদার জন্য। তার অনুপস্থিতিতে চাদঁনীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে ভাগিনা চর রাধানগর গ্রামের শাহ আলীর পুত্র শাহিন (১৮) এর সহিত।
৬ জুন ঈদুল ফিতরের পরের দিন ভাগিনা শাহিন তার চেয়ে বয়সে বড় মামী চাদঁনীকে নিয়ে প্রেমের টানে অজানা উদ্দেশ্য পাড়ি জমায়।
এ ঘটনায় বক্তাবলী ও আলীরটেক জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহাদাতের পরিবার এ ব্যাপারে থানায় মামলা দায়ের করলেও পুলিশ পরকিয়া প্রেমিক যুগলকে আটক করতে পারেনি।
You must log in to post a comment.