নুরবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদক,ডেঙ্গু প্রতিকারে সভা——
বন্দরে নুরবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদক,ইভটিজিং,ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নুরবাগ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর সুলতান বলেন,মাদক একটি মারাত্বক ব্যাধি। একটি সমাজের জন্য মাদক বিষফোড়া মত। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। নুরবাগ এলাকা একটি শান্তিপ্রিয় এলাকা। এই এলাকায় কোন মাদক ব্যবসায়ী কিংবা কোন মাদক পরিবারের জন্য সমাজকে কলুষিত করা যাবেনা। বুইট্টা আবুলের ছেলে রায়হান ও রাসেল এই এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত আমি শুনেছি। এ বিষয়ে আমি প্রশাসনের সাথে আলাপ করব। মাদক ব্যবসায়ী যেই হোক আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন আমি আপনাদের পাশে আছি।
তিনি আরো বলেন,বর্তমানে ডেঙ্গু সারা দেশে মহামারী আকার ধারন করেছে। তাই আপনারা আতংকিত না হয়ে সচেতন হবেন। বাড়ীর আশেপাশে যেখানে সেখানে পানি জমিয়ে রাখবেননা। সবসময় বাড়ীর আঙ্গিনা পরিস্কার করে রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন নুরবাগ জামে মসজিদের সভাপতি মোঃ হোসেন লিটন,সহসভাপতি জাবেদ হোসেন জাবুন,জাহাঙ্গীর হাফেজীবাগ মসজিদ কমিটির সহ সভাপতি আমির হোসেন রিপন নুরবাগ মসজিদ কমিটির সিনিঃ সহ সভাপতি জাকির হোসেন,যুগ্ম সম্পাদক কামাল হোসেন সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন সাংগঠনিক সম্পাদক করিম সরদার, আব্বাস মিয়া,নুরা মিয়া,নুর ইসলাম,জালাল ব্যাপারী,মাঈন উদ্দিন,নাদিম,আক্তার হোসেন,আঃ জব্বার,মোক্তার,নজরুল,আওলাদ হোসেন,আঃ রশিদ,আনোয়ার হোসেন,হাসেম মিয়া,সাহাবুদ্দিন আলী মিয়া,আক্কাছ মিয়া প্রমূখ।
You must log in to post a comment.