না’গঞ্জে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের শিক্ষা সফর
সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (৩৬ তম বিসিএস পুলিশ) শিক্ষা সফর উপলক্ষে ২১ জুন শুক্রবার রাতে সোনারগাঁও রয়েল রিসোর্টে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (৩৬ তম বিসিএস পুলিশ) শিক্ষা সফর সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও পুলিশ সুপার পরিবারবর্গ সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাস্মদ হারুন অর রশিদ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এবং আজকের দিনটি সোনারগাঁও ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সহধর্মীনির জন্মদিন হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কেক কেটে তাকে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে পুলিশ সুপার হারুন অর রশিদ সংসদ সদস্য সহ আমন্ত্রিত সকল অতিথিগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং নৈশভোজে অংশগ্রহণ করেন।
You must log in to post a comment.