জি এম কাদের ও সেলিম ওসমান এমপির রোগ মুক্তি কামনায় দোয়া
বন্দর প্রতিনিধি – জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি ও সেলিম ওসমান এমপির রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি ( সোমবার) বাদ আছর বন্দরের নবীগঞ্জ ইসলামীয়া আলিয়া মাদ্রাসার শাখা হেফজীখানায় এ অনুষ্ঠান হয়। নারায়নগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল আলম। এ সময় জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতিমূলক কমিটির আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সদস্য সচিব হানিফ চেয়ারম্যান, মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতিমূলক কমিটির আহবায়ক আকরাম আলী শাহিন, সদস্য সচিব ও নাসিক ২৪ নং ওর্য়াড কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির নেতা বাচ্চু মিয়া, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, শরীফ হাসান চিশতী, হাবিবুর রহমান মন্টু, আলহাজ্ব চাঁন মিয়া, কামাল হোসেনসহ বন্দরের জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হন গত ১৪ জানুয়ারি। এ মহামারি থেকে দ্রুত মুক্তি কামানা ও নারায়নগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান এমপি শারিরিকভাবে অসুস্থ, তার সুস্থতা কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
You must log in to post a comment.