জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টারঃ নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউট বন্দর উপজেলা শাখার আয়োজনে ১৫ই আগস্ট ২০১৯ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিনের কর্মসূচি হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা আমির হোসেনের পরিচালিত দোয়ায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রোবায়দা হাসমত, অভিভাবক সদস্য আসাদুজ্জামান বাদল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য বিউটি আক্তার, দাতা সদস্য আব্দুর রহিম মিয়া, শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাইয়ুম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে উক্ত কর্মসূচিতে সাফল্যমন্ডিত করেন।
You must log in to post a comment.