জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল
নাহিদ আখতার (জয়পুরহাট) ঃ জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী ছাড়াও নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন ৮৬ জন প্রার্থী।
মঙ্গলবার (২ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এদিন ৫ জন প্রার্থী মেয়র পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জেলা নির্বাচন অফিসে সূত্রে জানা গেছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বিকেলের দিকে বিএনপির মনোনিত অধ্যক্ষ শামছুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেওয়ান জহুরুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী হিসাবে হাসিবুল আলম,দেওয়ান বেদারুল ইসলাম বেদিন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৬ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারী জয়পুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
You must log in to post a comment.