ছেলেধরা, গুজব, যৌন হয়রানী ও মাদকের বিরুদ্ধে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: ২৮ জুলাই ২০১৯ রোববার বাদ আসর বন্দর উপজেলাধীন ধামগড় ইউপি’র ৬নং ওয়ার্ডের গকুল দাসের বাগ এলাকায় অত্র ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম কন্ট্রাক্টরের সভাপতিত্বে তার বাসভবনে সাম্প্রতিক ছেলেধরা, কল্লাকাটা, নানাবিধ গুজব, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধে করণীয় এবং আগামী ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় ধামগড় ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী নূর মাস্টার, আঃ সালাম, নূরুল হক, ফেরদৌস অনিক বাবু, বাবুল হোসেন, আলী আক্কাছ, নাজমূল, মজিবুর, সাজ্জাদ ভূঁইয়া সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে কুচক্রিরা গুজব ছড়াচ্ছে। এটা ষড়যন্ত্রের অংশ। প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা গুজব প্রতিহত করতে আমাদেরকে জনগণের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন। আমরা অত্র ওয়ার্ডে ছেলেধরা, কল্লাকাটা, নানাবিধ গুজব, ইভটিজিং যাতে না হয় সেজন্য প্রত্যেকে তৎপর থাকবো এবং মাদকের বিরুদ্ধে রুখে দাড়াবো। তাছাড়া ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। সকলে আমরা ঐক্যবদ্ধভাবে সেদিন জাতীয় শোক দিবস পালন করবো ইনশাআল্লাহ।
You must log in to post a comment.