চাষারা লিংকরোডে এড. মাহমুদা মালার এডভোকেসী চেম্বারের শুভ উদ্বোধণ
স্টাফ রিপোর্টার(নিউজ বন্দর ২৪) : মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান এডভোকেট মাহমুদা মালার এডভোকেসী চেম্বার শুভ উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের চাষারাস্থ লিংক রোডে এড.মাহমুদা মালার বাসভবন সংলঘœ এ চেম্বার উদ্বোধন করা হয়।
উদ্বোধণকালে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান,প্রচার সম্পাদক এড.হাবিব আল মুজাহিদ পলু,কলাগাছিয়া ইউনিয়ণ আ’লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম,২১নং ওয়ার্ড আ’লীগনেত্রী রাশিদা বেগম,বন্দর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি নুর জাহিদ বাদল,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রুহুল আমিন,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন,ছাত্রলীগনেতা মফিজল,এড.চায়না,আ’লীগনেত্রী সালমা,ডলি বেগম প্রমূখ।
You must log in to post a comment.