চাঁনপুর ও ছোটবাগ সংযোগ সেতুটি চলাচল অনুপযোগী
স্টাফ রিপোর্টারঃ বন্দরের মদনপুর ইউপি’র ৫নং ওয়ার্ডের চাঁনপুর ও ৪নং ওয়ার্ডের ছোটবাগ সংযোগ সেতুটির দুই পাশের সম্পূর্ণ রেলিং ভাঙ্গা, সেতুটিতে উঠতে সংযোগ সড়ক ভাঙ্গা ও কয়েক জায়গায় মাঝখান দিয়ে প্লাস্টার ভেঙ্গে ফাকা অবস্থায় দেখা গেছে। ফলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ দুইটি ওয়ার্ডের কয়েক হাজার জনসাধারণ বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নিত্যদিন সেতুটি ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। সেতুটি খারাপ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকরা প্রায়ই শিশুদের নিয়ে গভীর দুশ্চিন্তায় থাকে। তাছাড়া যে কোন সময় জনসাধারণ সহ সেতুটি ভেঙ্গে পড়ে স্থানীয়রা গভীর ও বর্জ্যেভরা খালের দূষিত পানিতে নিমজ্জিত হবার আশংকা ব্যাপকভাবে দেখা দিয়েছে। ৩০ বছর আগে সেতুটি নির্মাণ করা হয় এবং বেশ কয়েকবছর ধরে সেতুটি জরাজীর্ণ থাকার পরও জনপ্রতিনিধিরা সেতুটি মেরামতে কোন ভূমিকা না নেয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকবার আশ্বাস পেয়েও আজ পর্যন্ত সেতুটি নির্মাণ না হওয়ায় জনগণের ভোগান্তি চরমে পৌছেছে। ইউনিয়নের অন্য সকল সেতু ও রাস্তার অবস্থা কিছুটা চলাচলের উপযোগী হলেও এ সেতুটি মারাত্মকভাবে অবহেলীত। বর্ষা মৌসুমে সেতুর সংযোগস্থলে কাদা জমে এবং সেতুটি ঢালু-সরু হওয়ায় স্থানীয়রা স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনা। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে মদনপুর ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, সেতুটি দিয়ে চলাচলে জনগণের ভোগান্তির ব্যাপারে আমি অবগত আছি। বিষয়টি নিয়ে আবারও আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলবো এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেতুটি নির্মাণ করে যাতে জনগণের ভোগান্তি লাঘব করা যায়, সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
You must log in to post a comment.