গভীর রাতে যানযট পরিদর্শনে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান
রূপগঞ্জ প্রতিনিধি ঃ রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকার শনিবার রাত ১২টায় যানযট পরিদর্শনে এল ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মোঃ আসাদুজ্জামান। ঢাকা সিলেট ও ঢাকা চট্রগ্রাম হাইওয়ে সড়কে দীর্ঘ সময় যানজট থাকার কারনে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। ঈদ-উল আযহায় সিলেট ও চট্রগ্রামের ঘরমূখো মানুষ যানযটে পড়ে যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকে পুলিশ বাহিনীকে সদা সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।
এ সময় ডিআইজি মোঃ আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এসপি সালেহ আহমেদ,রুপগঞ্জ থানার তদন্ত ওসি এমদাদুল হক। পাশাপাশি টিএসআই রফিককে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
You must log in to post a comment.