কুড়িগ্রামে সর্বনিন্ম তাপমাত্রা ৯ডিগ্রী সেলসিয়াস,শৈত্য প্রবাহে চরম দুর্ভোগে মানুষ
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহে চরম দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রামে মানুষ। ঘন-কুয়াশার সাথে হিমেল হওয়া বাড়িয়ে দিয়েছে কনকনে ঠান্ডার মাত্রা। দিনের বেশিরভাগ সময় সুর্যের দেখা মিলছে না। নি¤œ আয়ের ও দিন মজুর শ্রেনীর মানুষজন খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগে।
এ অবস্থায় সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবি মানুষেরা। এতে করে কিছুটা বিলম্বিত হয়ে পড়ছে বোরো আবাদ।
স্থানীয় কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র জানায়, জেলার উপর ঘন কুয়াশার মেঘ থাকায় সুর্য্য উত্তাপ ছড়াতে পারছে না। শুক্রবার সকালে জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস।
You must log in to post a comment.